সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দিরাই পৌরসভার বাজেট ঘোষণা 

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই পৌরসভার বাজেট ঘোষণা 

দিরাই পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার পৌর সভার কার্যালয়ে এ বাজেট পেশ করেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়। 

রাস্তা নির্মাণ খাতে সর্বোচ্চ ২৬ কোটি ৫০ লাখ টাকা ধরে ২০২৪- ২০২৫ অর্থবছরের ৪৩ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ১৮৪ টাকা ২০ পয়সা বাজেট প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আয় ৩ কোটি ২১ লাখ ৩৫ হাজার টাকা রাজস্ব ব্যয় ৩ কোটি ২১ লাখ ৩৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ৯ লাখ ৮৫ হাজার টাকা। 

উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে ৪০ কোটি ৬৯ লাখ টাকা। সার্বিক উদ্বৃত্ত বাজেট ৯ লাখ ৬৩ হাজার ১৮৪ টাকা ২০ পয়সা। বাজেট ঘোষণাকালে পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। বাজেট বক্তৃতায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়। 

তিনি বলেন, হাওরবেষ্টিত পৌর সভার সম্মানিত নাগরিকদের চাহিদা ও প্রত্যাশা অনেক কিন্তু সরকারের কাছ থেকে প্রাপ্তি কম হওয়ায় সব চাহিদা ও কাঙ্খিত সেবা দিতে আমরা পারছি না। এতে করে অনেক উন্নয়ন কাজ আমরা করতে পারছি না। তারপরও আমাদের যতটুকু সামর্থ্য আছে তা শতভাগ জনগণের মধ্যে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। 

বিগত ভয়াবহ বন্যা এবং ২০২২ এর বন্যায় আমাদের পৌরসভার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সবাই জানেন। এসব ক্ষতি পুষিয়ে উঠা কষ্টকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার তাই আমি ও আমার নেত্রীর কাছ থেকে পৌরসভার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের বঞ্চিত করবেন না। 

টিএইচ